
ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা কমিটি ঘোষণা: সভাপতি মাওলানা আমিরুল সেক্রেটারি প্রভাষক রাশেদ
প্রেস বিজ্ঞপ্তি
অদ্য ৬ ফেব্রুয়ারি ২০২৫ ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলার দ্বি-বার্ষিক কাউন্সিল ও শুরা অধিবেশন আন্দোলনের জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ আলীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারী মাওলানা ফরিদুল আলম ও জয়েন্ট সেক্রেটারী প্রভাষক রাশেদ আনোয়ার এর পরিচালনায় কক্সবাজার হোটেল মিশুকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্দোলনের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মুফতি দেলোওয়ার হোছাইন সাকী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) আলহাজ্ব মোঃ জান্নাতুল ইসলাম।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, দেশের একটি ঐতিহাসিক সন্ধিক্ষণে জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল বাংলাদেশের মানুষ তা শ্রদ্ধা ভরে স্মরণে রাখবে। দেশের আপামর জনসাধারণ ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে আজ নতুনভাবে ভাবতে শুরু করেছে। তারা আজ ইসলামী আন্দোলন বাংলাদেশকে নেতৃত্বের আসনে দেখতে চাই। সেজন্য আন্দোলনের সকল পর্যায়ের দায়িত্বশীলদের দেশের নেতৃত্ব দেওয়ার জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করতে হবে। জাতি আজ ইসলামী আন্দোলনের দিকে থাকিয়ে রয়েছে। এমতাবস্থায় মানুষের পাশে গিয়ে সর্বতোভাবে ইসলামী আন্দোলনের দাওয়াতকে পৌঁছে দিতে হবে। দেশ গঠনের জন্য সকলকে মনোনিবেশ করতে হবে।
প্রধান অতিথি বলেন, দেশের মানুষ এখন ইসলামকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চাই। পীর সাহেব চরমোনাইকে দেশের মানুষ এখন তাদের অভিভাবক হিসেবে বেছে নিয়েছে। তাই আগামী দিনে ইসলামকে প্রতিষ্ঠার ক্ষেত্রে আজকের এই শুরা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
শুরা অধিবেশনের বিশেষ অতিথির বক্তব্যে মুফতি দেলোওয়ার হোসেন সাকী বক্তব্যে রাজনীতিতে আদর্শিক ও গুণগত পরিবর্তনের গুরুত্ব তুলে ধরেন এবং ন্যায়পরায়ণ, আল্লাহভীরু শাসকের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেন।
বিশেষ অতিথির আলহাজ্ব জান্নাতুল ইসলাম বলেন, তৃণমূল পর্যায়ে ইসলামের দাওয়াতকে পৌঁছে দেয়ার জন্য আজকের এই শুরা অধিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আজকে যারা কমিটিতে আসবেন তাদেরকে জেলার সর্ব পর্যায়ে ইসলামী আন্দোলনের দাওয়াতকে পৌঁছে দেয়ার জন্য সর্বোচ্চ ত্যাগের নজরানা পেশ করতে হবে।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন আন্দোলনের জেলা উপদেষ্টা আলহাজ্ব ডাক্তার মোঃ আমিন, বিশিষ্ট শিল্পপতি আন্দোলনের জেলা উপদেষ্টা নূর মোহাম্মদ নূর বদী, জেলা উপদেষ্টা মাওলানা মোঃ এমদাদ, দ্বীনি সংগঠনের জেলা সভাপতি আলহাজ্ব বদিউল আলম সওদাগর, আলহাজ্ব হাবিবুর রহমান কন্ট্রাকটার।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আন্দোলনের জেলা দায়িত্বশীলবৃন্দ, উপজেলার সম্মানিত শুরা সদস্যবৃন্দ এবং সহযোগী সংগঠনের জেলা নেতৃবৃন্দ।
সম্মেলনে প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের কক্সবাজার জেলার ২০২৩-২৪ সেশনের কমিটি বিলুপ্ত করে মাওলানা আমিরুল ইসলামকে সভাপতি, মাওলানা ফরিদুল আলম ও মাওলানা মুহাম্মদ শোয়াইবকে সহ-সভাপতি এবং প্রভাষক রাশেদ আনোয়ারকে জেলা সেক্রেটারী করে ৩৫ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করেন।
পরে নব নির্বাচিত জেলা সভাপতির মোনাজাতের মাধ্যমে শূরা অধিবেশনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।