
টেকনাফে পিলার ঢালাই কভাবের ধাক্কায় রাজমিস্ত্রীর মৃত্যু!
শামসুল আলম শারেক , টেকনাফ (কক্সবাজার)।
কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের হ্নীলা ইউনিয়নের পিলার ঢালাইয়ের কভারের ধাক্কায় ৩ সন্তানের জনক এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে।
মঙ্গলবার (১১ফেব্রুয়ারী) সকাল ১১টারদিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউপির আলী আকবর পাড়া এলাকার বাঁচা মিয়ার পুত্র, ৩ সন্তানের জনক রাজমিস্ত্রী জকির আহমেদ (৩২) একটি টমটমেযোগে কয়েকজন সহযোগীসহ জনৈক ব্যক্তির বাড়ির পিলার ঢালাইয়ের লোহার কভার বক্স নিয়ে যাচ্ছিল। গাড়িটি ওয়াব্রাং রাস্তার মাথা হতে আলী আকবর পাড়া রাস্তার দিকে প্রবেশের সময় গাড়ি ঝাঁকুনি দিলে জকির মাথা বের করে দেখার সময় লোহার কভারটি পড়ে সে রক্তাক্ত হয়ে পড়ে। গাড়িতে থাকা সহযোগীরা তাকে দ্রুত উদ্ধার করে হ্নীলা হেলথ কেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
এই ঘটনার খবর পেয়ে টেকনাফ মডেল থানার এসআই নাজমুলের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় হ্নীলা ইউপির ১নং ওয়ার্ডের মেম্বার বশির আহমদ জানান, এই দূঘর্টনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত জকিরের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে।###