১৯শে এপ্রিল, ২০২৫, ২০শে শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ
প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন কক্সবাজারের রিপাসহ চার নারী ক্রীড়াবিদ
আরাকান আর্মির হাতে জিম্মি ৫৫ জেলেকে ফেরত আনল বিজিবি
কক্সবাজার লাইট হাউস পাড়ার চাঁদাবাজ, জুয়াড়ি জামাল ও ফয়সালের নেতৃত্বে এনসিপি প্রতিনিধির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
টেকনাফে বিজিবি’রপৃথক অভিযানে ১ লাখ পিস ইয়াবা সহ আটক-১
বড় ভাইয়ের দায়ের করা মামলায় হাজিরা দিতে গিয়ে ছোট ভাইকে অপহরণের চেষ্টা  থানায় অভিযোগ দায়েরের প্রক্রিয়া
সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন করলে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে : জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ শাহজাহান
দুনিয়া ও আখেরাতের একমাত্র শান্তি ও মুক্তির পথ ইসলামের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করতে হবে: শামসুল আলম বাহাদুর
টেকনাফে চাহিদার অতিরিক্ত লবণ আমদানী,দেশীয় উৎপাদিত লবণ শিল্পধ্বংশের বির প্রতিবাদে সভা অনুষ্ঠিত
টেকনাফের পাহাড় থেকে ১০দিন ধরে নিখোঁজ টমটম চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার
দেশবাসীকে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির বাংলা নববর্ষের শুভেচ্ছা
ইসলামী কল্যাণ রাষ্ট্র গঠনে শ্রমিক প্রতিনিধিদের আরো অগ্রণী ভূমিকা রাখতে হবে : শামসুল আলম বাহাদুর
টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ৬
টেকনাফের হোয়াইক্যংয়ে চাকমা সম্প্রদায়ের জমি জবর দখল: জমি উদ্ধারে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন
টেকনাফে ওয়ার্ড যুবদলের সভাপতির বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ

পেটে ইয়াবা বহনকারী শালী-দুলাভাই বিমানবন্দরে আটক!

পেটে ইয়াবা বহন করে ঢাকায় যাওয়ার সময় কক্সবাজার বিমানবন্দরে হোয়াইক্যং ঝিমংখালীর স্ত্রী-শালী আর ঢাকায় স্বামী আটক ;৪হাজার ইয়াবা উদ্ধার।

প্রেস বিজ্ঞপ্তি

১২ফেব্রুয়ারী (বুধবার) সকাল ১১টায় কক্সবাজার বিমানবন্দরে এ অভিযান চালানো হয় বলে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারি পরিচালক এ কে এম দিদারুল আলম।

আটকরা হল, টেকনাফ উপজেলার মধ্যম হ্নীলার ঝিমংখালী এলাকার আবুল বশরের ছেলে আকতার হোসেন ( ৩২ ) এবং তার স্ত্রী উম্মে জামিলা (২৫) ও শ্যালিকা উম্মে হাবিবা (২০)।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুই বোন পেটে দুই হাজার করে ৪ হাজার ইয়াবা বহন করে ঢাকায় নিয়ে যাচ্ছিল। ইতিমধ্যে বিশেষ প্রক্রিয়ায় ১ হাজার ৭০০ টির বেশী ইয়াবা বের করতে সক্ষম হয়েছে।

দিদারুল আলম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে গোপন তথ্য ছিল টেকনাফ থেকে ইয়াবার চালান বিমান যোগে ঢাকায় পাচার করা হবে। এ তথ্যের ভিত্তিতে বুধবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল কক্সবাজার বিমানবন্দরে অবস্থান করে। এক পর্যায়ে ইয়াবার চালান বহনকারি তিনজনকে শনাক্ত করতে সক্ষম হয়। এদের মধ্যে জামিলার স্বামী আকতার হোসেন আগেই একটি ফ্লাইটে ঢাকার উদ্দ্যেশে রওনা দেন।

“ কৌশলগত কারণে আকতার হোসেনকে প্রথমে আটক করা হয়নি। সে আলাদা ফ্লাইটে ঢাকা রওনার পর দুই বোনকে সন্দেহজনকভাবে আটক করা হয়। পরে তারা পেটে ইয়াবা বহনের তথ্য স্বীকার করে। “

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ কর্মকর্তা বলেন, দুই বোনকে আটকের পরে একটি প্যাথলজি সেন্টারের ল্যাবে গিয়ে এক্সেরে করা হয়। এতে তাদের পেটে ইয়াবার চালান থাকার তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া যায়।

আটক দুই বোনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে এনে বিশেষ প্রক্রিয়ায় ইয়াবা বের করার কার্যক্রম শুরু করা হয়। দুপুর ২ টা পর্যন্ত ১ হাজার ৭০০ টির বেশী ইয়াবা বের করতে সক্ষম হন। বাকি ইয়াবাগুলোও বের করার প্রক্রিয়া চলছে। “

এদিকে আটকদের স্বীকারোক্তিতে ইয়াবা বহনের সত্যতা নিশ্চিতের পর ঢাকা বিমানবন্দর থেকে উম্মে জামিলার স্বামী আকতার হোসেনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক আরেকটি দল অভিযান চালিয়ে আটক করেছে বলে জানান, এ কে এম দিদারুল আলম।

তিনি জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুনঃ