
টেকনাফ নাফনদী থেকে চারটি ট্রলারসহ জেলেকে ধরে গেছে আরাকান আর্মি
সিদ্দিকুর রহমান :
কক্সবাজার টেকনাফের নাফনদী থেকে চারটি ট্রলারসহ ১৯ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। বৃহস্পতিবার ( ২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার শাহপরীর দ্বীপের ঘোলারচর ও নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে তাদের ধরে নিয়ে যায়।
টেকনাফ কায়ুকখালীর জেলে নুর মোহাম্মদ জানান, সকালে পৌরসভার কাইয়ুখখালী ঘাটের দুটি বোটে বাঙালি-রোহিঙ্গাসহ নয়জনকে নাইক্ষ্যংদিয়া থেকে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে। তবে তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।
এর আগে ৪ বাঙালি ও ছয়জন রোহিঙ্গা জেলেকে ট্রলারসহ আরাকান আর্মি ধরে নিয়ে গিয়েছিল ১০ দিন হয়েছে এখনো আরাকান আর্মি তাদের ছেড়ে দেয়নি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানান, আরাকান আর্মি নাফনদীর দুটি পয়েন্ট থেকে ১৯ জেলেকে ট্রলারসহ আটক করে নিয়ে গেছেন। তাদের ফেরত আনার বিষয়ে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছেন।