
টেকনাফে পাওনা ২৫০ টাকার জন্য রোজাদার ব্যক্তিকে পিটিয়ে হত্যা
শামশুল আলম শারেক, টেকনাফ
টেকনাফ উপজেলার হোয়াইক্যং মনিরঘোণা এলাকায় পাওনা টাকাকে কেন্দ্র করে দিদার আহমদ মুন্সি (৫৫) নামে এক রেজাদারকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মুরগী বিক্রির পাওনা টাকা নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন ।
সোমবার দুপুরে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মারা যান দিদার । তিনি হোয়াইক্যং মনিরঘোনা মৃত আব্দুস সোবহানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দিদার আহমদ মুন্সি হোয়াইক্যং উলুবনিয়া রাস্তার মাথা আবুল হাসেম (৩৮) এর মুরগীর দোকান থেকে বাকিতে একটি মুরগী ক্রয় করে। মুরগী ক্রয় করার দীর্ঘদিন পর্যন্ত টাকা পরিশোধ না করায় আজ উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়৷ বাকবিতণ্ডার একপর্যায়ে হোয়াইক্যং উলুবনিয়ার হাজ্বী আব্দুল হাকিমের পুত্র আবুল হাসেম দিদারকে মারধর করে । মারধরের এক পর্যায়ে দিদার মাটিতে লুটে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে দিদারকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার দিদারকে মৃত ঘোষণা করেন৷
পালংখালী তাজমান হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হাফেজ আব্দুল কাদের বলেন, দুপুর দেড়টার দিকে দিদার নামের একজনকে মৃত অবস্থায় নিয়ে আসা হয় ৷ হাসপাতালে নিয়ে আসার প্রায় ২০-৩০ মিনিট আগে সে মারা যাই ৷ তবে মৃত ব্যাক্তির শরীরে কোন ধরনের আঘাতের চিহ্ন নাই বলে জানান তিনি৷
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাহের হোসেন জানান, ঘটনা সম্পর্কে জানার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে ।