
গাঁজায় ইসরায়েলী হামলা ও ভারতে নির্বিচারে মুসলমান হত্যার প্রতিবাদে হ্নীলা ইউনিয়ন জামায়াতের মিছিল
শামসুল আলম শারেক, টেকনাফ ( কক্সবাজার)
যুদ্ধ বিরতি আইন লঙ্গন করে গাঁজার নিরীহ
রোজাদার নিরস্ত্র ফিলিস্তিনী মুসলমানদের উপর ইসরায়েলী বোমা হামলা ও ভারতে নির্বিচারে মুসলিম হত্যার প্রতিবাদে টেকনাফের হ্নীলা ইউনিয়ন জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২১ মার্চ ইফতার ও মাগরিবের নামাজের পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্যানারে শতশত জনতার বিক্ষোভ মিছিল হ্নীলা বাসস্টেশনের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেছেন। মিছিল শেষে হ্নীলা বাসস্টেশনের চৌরাস্তার মোড়ে পথ সভায় মিলিত হয়।
বিক্ষোভ মিছিলোত্তর পথসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর হ্নীলা ইউনিয়ন শাখার আমীর মাওঃ গিয়াসউদ্দিন নিজামী। বক্তারা বলেছেন বিশ্বব্যাপী মুসলিমদের ঐক্যবদ্ধ হতে হবে,পবিত্র রমজান মাসেও যুদ্ধ বিরতি চুক্তি উপেক্ষা করে ফিলিস্তিনের গাঁজায় ইসরায়েলী নর পিসাসদের বোমা হামলায় হাজার হাজার মুসলিম নারী,পুরুষ শিশু হত্যা করে আবারো প্রমাণ করেছেন ইয়াহুদীবাদী ইসরায়েল মুসলমানদের সব চাইতে বড় দুশমন সন্ত্রাসী রাষ্ট্র।একই সাথে ভারতে ও একের পর এক নির্বিচারে মুসলমান হত্যার মিশন চলছে। আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জাতীয় সংঘ কে জানিয়ে দিতে চাই আর কোন মুসলিম দেশে ইয়াহুদী নসরারা হামলা করলে সারা বিশ্বে তাদের দূতাবাস ও আস্তানা গুলো গুড়িয়ে তছনচ করে দেয়া হবে। আমরা এই হামলা বন্ধের জোর দাবী জানাচ্ছি।
এদের বিরুদ্ধে রুখে দাড়াতে সারা বিশ্বব্যাপী মুসলমানদের ঐক্যের বিকল্প নেই।###