১৮ই এপ্রিল, ২০২৫, ১৯শে শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ
প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন কক্সবাজারের রিপাসহ চার নারী ক্রীড়াবিদ
আরাকান আর্মির হাতে জিম্মি ৫৫ জেলেকে ফেরত আনল বিজিবি
কক্সবাজার লাইট হাউস পাড়ার চাঁদাবাজ, জুয়াড়ি জামাল ও ফয়সালের নেতৃত্বে এনসিপি প্রতিনিধির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
টেকনাফে বিজিবি’রপৃথক অভিযানে ১ লাখ পিস ইয়াবা সহ আটক-১
বড় ভাইয়ের দায়ের করা মামলায় হাজিরা দিতে গিয়ে ছোট ভাইকে অপহরণের চেষ্টা  থানায় অভিযোগ দায়েরের প্রক্রিয়া
সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন করলে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে : জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ শাহজাহান
দুনিয়া ও আখেরাতের একমাত্র শান্তি ও মুক্তির পথ ইসলামের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করতে হবে: শামসুল আলম বাহাদুর
টেকনাফে চাহিদার অতিরিক্ত লবণ আমদানী,দেশীয় উৎপাদিত লবণ শিল্পধ্বংশের বির প্রতিবাদে সভা অনুষ্ঠিত
টেকনাফের পাহাড় থেকে ১০দিন ধরে নিখোঁজ টমটম চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার
দেশবাসীকে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির বাংলা নববর্ষের শুভেচ্ছা
ইসলামী কল্যাণ রাষ্ট্র গঠনে শ্রমিক প্রতিনিধিদের আরো অগ্রণী ভূমিকা রাখতে হবে : শামসুল আলম বাহাদুর
টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ৬
টেকনাফের হোয়াইক্যংয়ে চাকমা সম্প্রদায়ের জমি জবর দখল: জমি উদ্ধারে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন
টেকনাফে ওয়ার্ড যুবদলের সভাপতির বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ

আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, শাহপরীর দ্বীপ ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিলে জেলা আমীর আনোয়ারী

শাহপরীর দ্বীপে জামায়াতের ইফতার মাহফিলে জেলা আমীর আনোয়ারী

“আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে”

আব্দুর রহমান হাশেমী

টেকনাফে সাবরাং ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে পবিত্র মাহে রমাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২২ মার্চ) শনিবার শাহপরীর দ্বীপ হাইস্কুল মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী বলেন, মানুষের সমস্যা সমাধানের জন্য আল্লাহ কুরআনকে জীবনবিধান হিসেবে নাযিল করেছেন। স্বাধীনতার ৫৩ বছরে যারা দেশ পরিচালনা করেছে তারা মানুষের জীবনের সমস্যা সমাধানের জন্য কখনো কুরআনের কাছে যায়নি। মানব রচিত আইন দিয়ে যতবার সমস্যা সমাধানের চেষ্টা করা হয়েছে সমস্যা আরো বেড়েছে। দুনিয়ার সকল অশান্তি ও হানাহানির মুল কারণ আল্লাহর বিধানকে অমান্য করা। রাষ্ট্রে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হলে সন্ত্রাস ও সকল ধর্মের লোকদের অধিকার সুরক্ষিত হবে। সমাজে ন্যায় বিচার ও জবাবদিহিতা প্রতিষ্ঠিত হলে সন্ত্রাস ও দুর্নীতি কমে যাবে। সুতরাং রাষ্ট্রে আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, নাফনদী কেন্দ্রীক কয়েক হাজার জেলে পরিবার জীবন জীবিকা নির্বাহ করে। কিন্তু গত সাতবছর নাফনদীতে মাছ ধরা বন্ধ থাকায় জেলেদের চরম দুুর্দিন কেটেছে। আমি নাফনদী মাছ ধরা জেলেদের জন্য উন্মুক্ত করে দিতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভাসহ সরকারের বিভিন্ন দপ্তরে জোরালো দাবি পেশ করেছি। আলহামদুলিল্লাহ, নাফনদী খুলে দেয়া হয়েছে, আপনারা যারা জেলে আছেন আপনাদের এখন নাফনদীতে মাছ ধরতে কোন বাঁধা নেই। পাশাপাশি শাহপরীর দ্বীপ করিডোরও দীর্ঘ সময় বন্ধ থাকায় ব্যবসায়, শ্রমিকসহ বিভিন্ন পেশার লোকজন অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। এ বিষয়েও আমি আমার অবস্থান থেকে আপনাদের করিডোর খুলে দিতে প্রশাসনের কাছে জোর দাবি জানিয়ে আসছি। ইনশাআল্লাহ, করিডোরও খুলে দেয়া হবে।

সাবরাং ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি শাহ মোহাম্মদ জুবায়ের এর সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন টেকনাফ পৌরসভার সাবেক মেয়র (ভারপ্রাপ্ত) ও পৌর জামায়াতের সহসভাপতি মোহাম্মদ ইসমাইল, কক্সবাজার শহর পূর্বজোন ঝিলংজা ২ নং ওয়ার্ড সেক্রেটারী হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ, রমজানের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে আলোচনা করেন শাহপরীর দ্বীপের প্রবীণ আলেমে দ্বীন মুফতি নুরুল ইসলাম।

কক্সবাজার শহর ৬ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারী আনোয়ার হোসেন বাপ্পীর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবরাং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওলানা ফরিদুল আলম, সাংগঠনিক সেক্রেটারী ফজলুল হক (মেম্বার), সহ সেক্রেটারী শেফায়েত উল্লাহ, সাবরাং ইউনিয়ন পেশাজীবি বিভাগের সভাপতি নুরুল আমিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ ইসমাইল সিফাত, সাবরাং ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ খুবাইব।

শেয়ার করুনঃ