
টেকনাফে বিজিবি’রপৃথক অভিযানে ১ লাখ পিস ইয়াবা সহ আটক-১
শামসুল আলম শারেক, টেকনাফ ( কক্সবাজার)
*টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) কর্তৃক পরিচালিত পৃথক অভিযানে ১ লাখ পিস ইয়াবা সহ একজন কে আটক করেছে বিজিবি।
১৫ এপ্রিল ২০২৫ তারিখ টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) কর্তৃক মাদক বিরোধী পৃথক দু’টি বিশেষ অভিযানে একজন আসামীসহ ১,০০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
টেকনাফ ব্যাটালিয়ন নিজস্ব গোয়েন্দা তৎপরতার মাধ্যমে মায়ানমার হতে নিষিদ্ধ মাদকের একটি চালান বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সম্ভাবনা রয়েছে।
এই চালান আটকের লক্ষ্যে১৫ এপ্রিল ব্যাটালিয়ন অধিনায়ক টেকনাফ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি। টেকনাফের নাফনদীর
বিআরএম-৬ থেকে আনুমানিক ৯০০ মিটার উত্তর-পূর্ব দিকে বাংলাদেশর নাফ নদীতে মাদক পাচারকারীদের আটক করতে রাত সাড়ে ৭ টার দিকে অভিযানের চক আকেঁ।চক অনুযায়ী পরবর্তীতে টহলদল কর্তৃক নৌকাটিকে আটক করে টেকনাফ জেটিঘাটে নিয়ে এসে তল্লাশী করলে নৌকার পাটাতনের নীচে লুকিয়ে রাখা ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট (মালিকবিহীন অবস্থায়) উদ্ধার করতে সক্ষম হয়।
অপর দিকে ১৫ এপ্রিল তারিখ নাফ নদীর তীরবর্তী কামালের ঘের এলাকায় মায়ানমার হতে নৌকাযোগে নিষিদ্ধ মাদকের একটি চালান বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের খবরে আনুমানিক ৩ ঘটিকা হতে পরিস্থিতি পর্যবেক্ষণ করে লেদা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আনুমানিক রাত সাড়ে ৭ ঘটিকার সময় বিআরএম-১১ থেকে আনুমানিক ৫০০ মিটার দক্ষিণ-পূর্বে কামালের ঘের এলাকা থেকে ১ জন আসামীসহ ৮০,০০০ (আশি হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।
আটককৃত আসামীকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন বিজিবি ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান, পিএসসি।###