
টেকনাফে দুই জেলেকে নাফনদী অপহরণ করে নিয়ে গেলো আরাকান আর্মি
শামসুল আলম শারেক টেকনাফ ( কক্সবাজার)
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাফনদীতে মাছ ধরতে গেলে আরাকান আর্মির সদস্যরা কক্সবাজারের টেকনাফের দুই জেলেকে অপহরণ করে নিয়ে গেছেন।
আরকান আর্মি হাতে বন্দী জেলেরা হলেন, টেকনাফের হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ড বালুখালি গ্রামের আব্দুল হাকিমের ছেলে বাদশা আলম (৪৫) ও একই এলাকার রশিদ আহমেদ ছেলে আবুল কালাম (৪০)। বিষয়টি নিশ্চিত করেন হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমেদ আনোয়ারী।
স্থানীয়দের মাধ্যমে জেনেছি, নাফনদীর হোয়াইক্যং সীমান্তে একই এলাকার দুই জন জেলে মাছ ধরতে গেলে মিয়ানমারের বিচ্ছিন্ন বাদী সংগঠন আরাকান আর্মির সদস্যরা গত বুধবার ২৩ এপ্রিল বেলা ১১ টার দিকে তাদেরকে আটক করে নিয়ে যায়। তবে বাংলাদেশ- মিয়ানমারের নাফনদীর কোন সীমান্ত থেকে তাদের আটক করেছে সেটা নিদিষ্ট ভাবে জানা যায়নি।
হোয়াইক্যং বালুখালি গ্রামের বাসিন্দা জেলে আলী হোসেন বলেন, আরাকান আর্মি তাদের সীমান্তের নাফনদীতে সব সময় অবস্থান করেন।তারা সুযোগ পেলে আমাদের জেলেদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
গত কালকে আমাদের গ্রামের দুইজন জেলে বাদশা আলম ও আবুল কালাম কে আরাকান আর্মি মাছ ধরার সময় আটক করে নিয়ে যায়।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, হোয়াইক্যং এলাকার দুই জেলেকে নাফনদীতে মাছ ধরার সময় আরাকান আর্মি আটক করেছেন বলে গতকাল আমি শুনেছি। তবে ঘটনা টি বিজিবি কে অবহিত করেছেন বলে জানান তিনি।###