
টেকনাফ থানা পুলিশের অভিযানে অপহরণকারী চক্রের ০১ জন আসামী গ্রেফতারসহ ০১টি ওয়ান শুটার গান ও ০৪ রাউন্ড গুলি উদ্ধার
সংবাদ বিজ্ঞপ্তি
গত ২৬/০৪/২০২৫ইং তারিখ রাত ০৯.৩০ঘটিকায় টেকনাফ থানাধীন হ্নীলা ইউপিস্থ উলুচামারী স্কুলের পশ্চিম পাশে জমি থেকে বাড়িতে যাওয়ার পথে ভিকটিম ফরিদউল্ল্যাহ(৪৩), পিতা-মোহাম্মদ সৈয়দ, মাতা-সৈয়দা খাতুন, সাং-দক্ষিণ আলীখালী ক্যাম্প-২৫, ০৮ নং ওয়ার্ড, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার কে অজ্ঞাতনামা আসামীরা অপহরণ করিয়া পার্শ্ববর্তী পাহাড়ে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের পরিবারের লোকজন টেকনাফ থানা পুলিশ কে সংবাদ দিলে টেকনাফ থানার পুলিশ তাৎক্ষণিক একটি টিম তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করিলে পুলিশি অভিযানের মুখে গত ২৭/০৪/২০২৫ইং তারিখ রাত ০৯.৪৫ ঘটিকার সময় টেকনাফ থানাধীন হ্নীলা ইউপিস্থ কোনারপাড়া নীচের রাস্তার পশ্চিম পার্শ্বে বিলের মাঝখানে ভিকটিমকে রেখে আসামীরা পালানোর সময় স্থানীয় লোকজনের সহায়তায় ভিকটিমকে উদ্ধার করা হয় এবং আসামী মোঃ রিদুয়ান(২০), পিতা-আব্দুস সালাম প্রকাশ কালু, মাতা-নূর আয়েশা, সাং-০৬ নং ওয়ার্ড, উলুচামারী, হ্নীলা, থানা-টেকনাফ, কক্সবাজার কে পালানোর সময় গ্রেফতার করা হয় । গ্রেফতার করার সময় আসামীর হেফাজতে থাকা ০১টি দেশীয় তৈরী ওয়ান শুটার গান ও ০৪ রাউন্ড গুলি উদ্ধার করিয়া উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দতালিকা মূলে জব্দ করা হয়। ঘটনার সহিত জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।