
এক সপ্তাহের আলটিমেটাম দিলেন বিএনপি হাসনাত আব্দুল্লাহকে
রাজনীতি ডেস্ক:
কুমিল্লা শিল্পকলা একাডেমিতে জুলাই সমাবেশে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এর দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানায় কুমিল্লা বিভাগের বিএনপি।
আজ সোমবার (১৯ মে) বিকাল সাড়ে ৩টার সময় কুমিল্লা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের বিভাগীয় নেতারা হাসনাত আব্দুল্লাহর বক্তব্যকে শিশুসুলভ ‘রাজনৈতিক অপরিপক্বতা’ এবং ‘মানসিক ভারসাম্যহীনতার লক্ষণ’ বলেন আখ্যা দেয়।
আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া বলেন, সম্প্রতি হাসনাত আব্দুল্লাহ একটি অনুষ্ঠানে বলেন,কুমিল্লার বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে। এ ধরনের বক্তব্য শুধু মিথ্যাচার নয়, এটি একটি রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত, দায়িত্বজ্ঞানহীন ও বিভ্রান্তিকর উক্তির অন্তর্ভুক্ত।